উখিয়া প্রতিনিধি: ২৬ এপ্রিল ২০২৫ রোজ শনি বার প্রায় তিন শতাধিক অভিবাবক , শিক্ষার্থী ও শিক্ষদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান সকাল ৯ টা থেকে আরম্ভ হয়ে ১২ টা পর্যন্ত চলে। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা ইংরেজিতে বক্তব্য,ইসলামী সঙ্গীত ও কবিতা আবৃত্তি উপস্থাপন করে উপস্থিত অভিবাবকদের মুগ্ধ করেন। প্রতিষ্ঠানের প্রিন্সিপল জনাব মুশতাক খোন্দকার জানান অনুষ্ঠানে অভিবাবকদের অভিযোগ ও প্রতিষ্ঠানের উন্নতির জন্য পরামর্শ নেওয়াটায় মূল বিষয় ছিলো। উক্ত অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী,বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও হিফজ সম্পন্ন কারী শিক্ষার্থীসহ ৮৫ জনকে পুরষ্কার হাতে তুলে দেওয়া হয়। বছরের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জনাব মোহাম্মদ রিদুয়ান’কে সম্মান ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক জনাব সবুজ শাহরিয়ার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সাংবাদিক ফারুক আহমেদ, জনাব আক্তার উদ্দিন কামাল আল আযহারী,গণমাধ্যমকর্মী ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল জুবাইর,মাস্টার আব্দুর রহমান,মাওলানা রেজাউল করিম,মাস্টার মঞ্জুর আলম,সিরাজুল ইসলাম রাব্বি সহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন : অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল ও পরিচালক: জনাব মুশতাক খোন্দকার।
অনুষ্ঠানে অভিভাবকরা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
Leave a Reply