মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা সিটি কর্পোরেশনের ২০১৮ সালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নজরুল ইসলাম মঞ্জুর দায়ের করা মামলার পরবর্তী শুনানি আগামী ৪ মে। ঔই দিন বিবাদি পক্ষ আদালতে হাজির হওয়ার দিন ধার্য করেছেন খুলনা জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক খুরশীদ আলম। আজ ২৪ এপ্রিল মামলার শুনানির দিন ছিল। আজ খুলনা মহানগর বিএনপি সাবেক সভাপতি ও এমপি নজরুল ইসলাম মঞ্জু খুলনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন কিন্তু বিচারক মামলার বিবাদী পক্ষকে আদালতে হাজির হয়ে বক্তব্য পেশ করার জন্য আগামি ৪ মে দিন ধার্য করেন। এসময় নজরুল ইসলাম মঞ্জু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামী ৪ মে আদালতে ২০১৮ সালের প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে তিনি যে মামলা করেছেন। আদালতের সিদ্ধান্তের মাধ্যমে তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।
Leave a Reply