মল্লিক জামাল: বরগুনার তালতলীতে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে ৩ টায় উপজেলার চৌরাস্তা চত্বরে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন করা হয়। এ মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক, শিক্ষক ও সুশীল নাগরিকরা অংশ নেয়।
দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটের সভাপতি কে এম রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক আমার দেশ পত্রিকার তালতলী প্রতিনিধি শাহীন শাইরাজ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ হাইরাইজ মাঝি, উপজেলা সভাপতি মোঃ শাহাদাত হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নাঈম ইসলাম,মানবজমিনের প্রতিনিধি মাহমুদুল হাসান,প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি হাফিজুর রহমান,ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি মোঃ মিরাজ হোসেন অন্তর, মোঃ রাসেল প্রমুখ।
মানববন্ধন সাংবাদিকরা বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহার করে জড়িতদের শাস্তি দাবি করেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বলেন, মিথ্যা মামলা দিয়ে কখনো সাংবাদিকদের দমিয়ে রাখা যায় না। এই মামলা দ্রুতই মামলা প্রত্যাহার না হলে সাংবাদিকদরা কঠিন পদক্ষেপ নিবে।
তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বলেন আমার দেশ পত্রিকাটি বর্তমান সময়ের জনপ্রিয় একটি গণমাধ্যম । এই পত্রিকার সম্পাদকসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দুঃখজনক । অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।
তালতলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কে এম রাজু বলেন সাংবাদিকদের দমিয়ে রাখার জন্য মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার চাই।
Leave a Reply