মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষায় গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র জয়ের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের কায়েতপাড়ায় স্কুলছাত্রের মরদেহটি পানিতে ভেসে উঠে। নিহত জয় রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার মারুফের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক মাহফুজার রহমান। তিনি জানান, জয় বুধবার এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে বন্ধুদের সঙ্গে শীতলক্ষা নদীতে গোসল করার জন্য নৌকা থেকে লাফ দেয়। পরে ওর সাথের তিনবন্ধু সাতরে উপরে উঠতে পারলেও সে নিখোঁজ হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঢাকা থেকে এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু বুধবার তার কোন খোঁজ মিলেনি। পরে বৃহস্পতিবার সকাল থেকে আবারও উদ্ধারকাজ শুরু করে ডুবুরিদল। পরে দুপুরে নিখোঁজস্থানেই এসএসসি পরীক্ষার্থীর লাশ ভেসে উঠে।
Leave a Reply