মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : রুপসায় যৌথ বাহিনীর অভিযানে ৫ টি আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র সহ জুনায়েদ ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। ভোর ৪ টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের জুনায়েদের ডক ও নিজ বসতভিটায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন, রুপসা উপজেলার মিলকি দেয়াড়ার মৃত শেখ নুরুদ্দীনের ছেলে মো: জাহিদুজ্জামান (৪৮), মো: জোনায়েদ (৫৫), মো: মোশাররফ হোসেন (৪২) ও মো: জুনায়েদের ছেলে মো: মিজানুর রহমান (২৩), আজানুর মুন্সি(৩৬), মৃত: মোহাহার উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৩৬) এবং মৃত : আলতাফ হোসেনের ছেলে মো: মাসুদ রানা (৪০)। এ অভিযানে সন্ত্রাসীদের গ্রেফতার সহ দেশিয় তৈরি পিস্তল ১ টা, দেশীয় তৈরি পাইপগান ৪ টা, দেশীয় চাইনিজ কুড়াল ১ টা, ছোট আকৃতির চাকু ১ টি এবং একটি রামদা উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করে রুপসা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, অস্ত্র উদ্ধার এবং জব্দ করে থানায় এজাহার ও জব্দ তালিকা প্রস্তুত সহ মামলার যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply