আর এ লায়ন সরকার,নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী-২ (পলাশ) আসনের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা দালাল-চক্রের দৌরাত্ম্য, চাঁদাবাজি ও সন্ত্রাসের কালো অধ্যায়ের অবসান ঘটেছে— এমনটাই দাবি করছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সাবেক মন্ত্রী ,সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুল মঈন খানের নির্দেশনায় বর্তমানে পলাশে ফিরেছে শৃঙ্খলা ও শান্তি। সন্ত্রাস ও ভূমিদস্যুতার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন উপজেলা ও স্থানীয় বিএনপি নেতারা।
বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জানান— অতীতে আওয়ামী লীগের কিছু লোক ও বিএনপির কিছু সুবিধাভোগী দালাল দীর্ঘ ১৭ বছর ধরে পলাশে লুটপাট চালিয়েছে। তারা মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাকে কলঙ্কিত করেছে। তবে বর্তমানে ড. মঈন খানের নেতৃত্বে সেই অপশক্তির শিকড় উপড়ে ফেলা হয়েছে।
তিনি বলেন, “যারা চুরি ডাকাতি করতে পারছে না, তারাই আজ মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত। আমাকে এবং বিএনপিকে কলঙ্কিত করতে সোসাল মিডিয়া ব্যবহার করে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে বাহাউদ্দিন ভুইয়া মিল্টনের বিরুদ্ধে অভিযোগকে ‘পুরোপুরি বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তিনি বলেন, রাজনৈতিক সুবিধা না নিতে পারায় নব্য বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি টেন্ডারবাজি করে আসছেন।
ডঃ আব্দুল খানের নির্দেশনায় চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করায়।
অপপ্রচার চালাচ্ছে জনগণকে সাথে নিয়ে আগামীতে পলাশ উপজেলাকে আধুনিক মায়াময় সন্ত্রাস,মাদক মুক্ত করে তোলা হবে অনেক সাংবাদিক নতুন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত মাঠ পর্যায়ে সাঁড়া না পেয়ে সোস্যাল মিডিয়ায় মিথ্যাচার করছেন।
আমরা চাই দেশে গনতন্ত্র ফিরে আসুক জণগণের দেশ জনগণের প্রতিনিধিত্ব করুক জনগণ, এজন্য নির্বাচনের কোন বিকল্প নেই। নতুন পুরাতন কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন চায়না।
বিএনপিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা না করতে পেরে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে,এ অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন।
Leave a Reply