মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসি এবং প্রো- ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ২৪ এপ্রিল রাতে কুয়েট জনপ্রশাসন কর্মকর্তা মো: মামুন অর রশিদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) সাম্প্রতিক ঘটনাবলির পরিপেক্ষিতে উদ্ভুত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ- উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নিয়োগ প্রদান করা হবে। অন্তবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার সার্থে জৌষ্ঠ অধ্যাপকগনের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পন করা হবে।
Leave a Reply