বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি ,বগুড়া: বগুড়ায় গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি রংপুর টু ঢাকাগামী যাত্রীবাহী বাসে করে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া মাদক কারবারিদের’কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২ মহোদয়ের দিকনির্দেশনায় ও র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় অদ্য ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৫.০০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বামনিয়া মন্ডলপাড়া রাজিত পেট্রোলিয়াম ফিলিং স্টেশন এর সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় সিমেন্টের চুলার ভিতরে মাদকদ্রব্য পরিবহনকালে ধৃত আসামী ১। মোঃ আলফাজ (৩২), পিতা- মৃত আব্দুল বারেক, সাং- লতাবর আমতলা, ইউপি-চন্দ্রপুর, থানঃ কালিগঞ্জ, জেলাঃ লালমনিরহাট এবং ২। আসামী মোঃ শফিকুর রহমান (২৫), পিতাঃ মোঃ দুলাল হোসেন, সাং-পূর্ব চাঁনঘাট, ইউপি-কুর্শা, থানাঃ কাউনিয়া, জেলাঃ রংপুরদ্বয়’কে ৬৯ (উনসত্তর) বোতল ফেন্সিডিল, ৪ কেজি ৮২৫ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসার কাজে ব্যাবহৃত ০২টি মোবাইল, ০৩টি সীম, নগদ-১৫৫০/- টাকাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপার্দ করা হয়েছে।
Leave a Reply