নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়া( চট্টগ্রাম): দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
২২এপ্রিল কমিটিতে বিশিষ্ঠ শিক্ষাবিদ, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কালামকে সভাপতি করে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন কে সদস্য সচিব, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেমকে অভিভাবক সদস্য ও পার্থ প্রতীম দাশ গুপ্তকে শিক্ষক প্রতিনিধি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী এ কমিটির অনুমোদন দেন। এলাকায় সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিগন ফেসবুকে অভিনন্দন জানিয়ে মহা আনন্দে মেতে উঠেছে।
নব-নির্বাচিত কমিটির সভাপতিসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।
আশা করছি, গৌরবময় ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার উন্নয়নে আগামীতে অগ্রনী ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা রাখছে এলাকার সচেতন মহল।
Leave a Reply