আজিজুন নাহার :২১-০৪-২০২৫তারিখ রাজধানীর একটি অভিজাত হোটেলের হলরুমে সিটি প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ সমিতির পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ সংগঠন দুটোর সভাপতি এবং সরকারি তালিকা ভুক্ত জাতীয় দৈনিক মাতৃভূমি খবরের নিউজ এডিটর বাদল চৌধুরীকে সম্মাননা – ২০২৫ প্রদান করা হয় |
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও সিনিয়র ক্রীড়া বিষয়ক সাংবাদিক মো: আনোয়ার হোসেন তিনি এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের দর্পণ তাই এদেরকে যত্ন করে সকলের রাখা উচিত | অনুষ্ঠানের প্রধান আলোচক বাদল চৌধুরী বলেন, পেশাদার সাংবাদিকদের কল্যাণের জন্য সরকার কতৃক কল্যাণ ফান্ডের ব্যবস্থা রয়েছে | আপনারা যদি নিজস্ব পর্যায়ে সাংবাদিকদের কল্যাণ করতে চান তাহলে আপনাদের স্বচ্ছ প্রক্রিয়ায় সঞ্চয় তহবিল গঠন করতে হবে | এর মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে কাজ রাখতে পারবেন |
তিনি সম্পাদক ও সাংবাদিক সংগঠনগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, হলুদ বা লাল সাংবাদিক যারা মানুষের সমাজের ক্ষয়ক্ষতি করে, সুনাম নষ্ট করে, মানুষকে হুমকি ধমকি দেয়, চাদাঁবাজি করে, মাদকের সাথে জড়িত এধরণের লোকদেরকে আপনারা কোন গণমাধ্যমে ও সাংবাদিক সংগঠনে অন্তর্ভুক্ত করবেন না |
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ মো: জহুরুল ইসলাম ও খ্যাতিসম্পন্ন নৃত্য পরিচালক ও শিল্পী আমিরুল ইসলাম মনি |
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: রাশেদুল ইসলাম লিটন | অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিপাশা ইয়াসমিন | সার্বিক ব্যবস্থাপনা ছিলেন সংগঠনের সহ সভাপতি (আন্তর্জাতিক) মোঃ আরাফাত হোসেন বনি | আলোচনা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় |
Leave a Reply