জামান ভূঁইয়া
কষ্টেরা কাঁদে এখন
আড়ালে আবডালে নীরবে
অশ্রু ঝরে শুস্ক বাস্পে ,
খুনিরা মাতাল ব্যাপরোয়া
ধর্ষকরা কান্ডগ্ঙানহীন পশু,
কষ্টেরা এখন কাঁদে
তাই সর্তকতার সাথে
জীবনের কোন মূল্য নেই
কখন কার প্রান বেরিয়ে যায়
বুলেটের আঘাতে
অথবা কে কখন ধর্ষিত হয়
নর পশুর দ্বারা ,
কার সন্তান কখন নিয়ে
টুকরো টুকরো করে
কখন কার সুন্দরী বধূকে
নিয়ে গিয়ে
আটকিয়ে রাখে ,
কষ্টেরা তখনো কাঁদে নীরবে
বলতে পারে না এখন
মনে কিযে ব্যাথা
কাঁদতে পারে না
হৃদয় উজাড় করে,
খুনিরা তাজা রক্ত নিয়ে
খেলে হুলি খেলা
বলার কেউ নেই
শাসনের কেউ নেই
তাই —
কষ্টেরা কাঁদে নীরবে
কেঁদে কেঁদে চোখের জল
শুকিয়ে গেছে
কেউ কিছু বলবে না
কেউ শুনবেও না
বলার কিছু নেই বলে ।
Leave a Reply