নিজস্ব প্রতিবেদক: ২২ই এপ্রিল আমার বাংলাদেশ পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স কমিটির উদ্যোগে রাজধানীর নানামুখী সমস্যা বিশেষ করে রাজধানীর এলাকাভিত্তিক বাস্তবতা ও বিদ্যমান উন্নয়ন বিবেচনায় ড্যাপ (DAP) ও ফার (FAR) সূচকের সামঞ্জস্যতা, ড্যাপের সীমানা নির্ধারণ করা, রাস্তার প্রশস্ততার বিষয়টি আমলে রাখা, ভূমির ভার বহনক্ষমতা নির্ণয়, সবুজ নগরায়ন গড়ে তোলা, ঢাকা শহরের জনসংখ্যা বিকেন্দ্রীকরণ, রাজউককে দূর্নীতিমুক্ত করতে প্রয়োজনীয় সুপারিশসহ মোট ২৮ টি সুপারিশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান ও সচিব জনাব নজরুল ইসলামের সাথে এবি পার্টির প্রতিনিধি দল বিস্তারিত আলোচনা করেন । আলোচনা শেষে মাননীয় উপদেষ্টা ও সচিব নগরবাসীর পক্ষে আমাদের দাবীকৃত যৌক্তিক প্রস্তাবনাসমূহ আমলে নিয়ে সেই আলোকে বাস্তবায়নের আশ্বাস দেন।
এসময় এবি পার্টির শ্যাডো অ্যাফেয়ার্স বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং শ্যাডো কমিটির সদস্য স্থপতি মোঃ আবুল কালাম মাহমুদ সরকার (তানভীর), আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হাজরা মেহজাবিন, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ উপস্থিত ছিলেন ।
Leave a Reply