জেলা প্রতিনিধি বগুড়া : বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় পূর্বশত্রুতার জের ধরে জমির ফসল কর্তনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাড়ুইপাড়া গ্রামের তোতা মিয়া সাকিদারের পুত্র আজিজার রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বগুড়া জেলার সদর থানার বনমালীপাড়া মৌজার জেএল নং-৬৪, সিএস খতিয়ান-১১৫/১০১, এমআর খতিয়ান নং-৪৬০৩, ডিপি নং-১২০৭, সাবেক দাগ নং-২০৭৫/২০৭৬, হাল দাস নং-৫১৬১ জমির পরিমান- ৩০ শতক কাতে ১৭ শতক জমি কবলা দলিল মূলে ভোগ দখল করে ফসল রোপন করে আসছে। কিন্তু গত ০১ মাস পূর্বে জনৈক কামাল হোসেন বাদীর জমিতে জোর পূর্বক সাইন বোর্ড দেয়। তখন জমিতে সাইনবোর্ড দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, জমিতে লোন নেওয়া আছে।
Leave a Reply