আর এ লায়ন সরকার, নরসিংদী: নরসিংদী পৌরসভার আরশিনগর পাসপোর্ট দালাল জাকিরের জান্নাত স্টুডিওতে ভুয়া জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড তৈরির তৈরি করে আসছেন দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্র।
কারো বয়স কমানো কারো বয়স বাড়ানো ভুয়া জন্ম নিবন্ধন এনআইডি কার্ডসহ তার বিরুদ্ধে রয়েছে পাসপোর্ট অফিসে দালালিসহ সরকারি সার্টিফিকেট তৈরি করার অভিযোগ।
জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি চক্র টাকার বিনিময়ে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করে বয়স ও ঠিকানা জালিয়াতি করে নতুন ভোটার হওয়ার আবেদনসহ বিভিন্ন অপরাধ করে আসছেন।
অনুরালা পরের সাদেক নামের এক ব্যক্তি জানান এই দোকানে আগে কাজ করার সুবাদে তাকে জাকিরের কাছে নিয়ে আসেন, আইডি কার্ড সংশোধন করতে আগারগাঁও যেতে হবে সময় লাগবে দীর্ঘ কয়েক মাস ১০ হাজার টাকার মত খরচ করলে এক সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে।
রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের সেন্টু মিয়া নামের ভুক্তভোগী জানান তার ছেলের পাসপোর্ট এর জন্য আরশিনগর নেমে কিছু কাগজপত্র তার দোকানে ফটোকপি করতে গেলে সে করে দিবে বলে জানান পরবর্তীতে কাগজপত্র ভুল আছে বলে তার কাছ থেকে ৫ হাজার টাকা বেশি নেন।
পুরো জেলায় রয়েছে তার নেটওয়ার্ক যেখানে বয়স হয়নি বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সার্টিফিকেট প্রত্যয়ন পত্র কম্পিউটারে বের করে নিজের শিল্প বানিয়ে চেয়ারম্যান প্রশাসকদের শহীদ আল করি এই প্রতারণা করে আসছে বহুদিন ধরে।
ট্রাভেল এজেন্সির নামে নাম কনস্টে একটি অফিস করে সেখান থেকে আদম পাচার করে আসছেন দীর্ঘদিন ধরে ভালো কাজের কথা বলে তাদের সাথে করা হয়েছে প্রতারণা দ্বিতীয় সংখ্যায় চোখ রাখুন বিস্তারিত আসছে।
Leave a Reply