মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) শিক্ষার্থীরা। দাবি পুরন না হলে আগামীকাল সোমবার দুপুর ৩ টা থেকে আমরন অনশন কর্মসুচি পালনের ঘোষণা দিয়েছে তারা। আজ ২০ এপ্রিল দুপুর আড়াইটায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার চত্বরে এক প্রেসব্রিফিং এ কর্মসুচি ঘোষণা করা হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, বহিরাগতরা গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাহিরের একজন আদালতে মামলা করেছে। এছাড়া ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নয় বরং আন্দোলনকারী শিক্ষার্থীদের সংখ্যা বেশি। তারা বলেন, অন্তবর্তী সরকারের কাছে তারা উপাচার্যকে অপসারনের দাবি জানালেও কোন সুফল পাননি। তাই বাধ্য হয়ে আমরন অনশন করবেন। অন্যদিকে শিক্ষকরা বলছেন, আন্দোলন করছে অল্প কিছু শিক্ষার্থী তারা সব শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন না। আন্দোলন না করে তাদেরকে আলোচনায় বসার আহবান জানান তারা।
Leave a Reply