রাকিবুল হাসান(রকি): মাদারীপুর জেলার শিবচর থানাধীন শত বছরের ঐতিহাসিক বাহাদুরপুর হাট-বাজারটি এই প্রথম বারের মতো আগামী এক বছরের জন্য খাজনা মুক্ত করে দিয়েছেন হাট ইজারাদার মালিক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন( নান্নু মোল্লা)।
সকালে উপজেলার বাহাদুরপুর হাটে সরেজমিনে গিয়ে বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পারি আগামী এক বছরের জন্য ইজারা মুক্ত করা হয়েছে, এতে বিক্রেতারা আনন্দ প্রকাশ করে সাংবাদিকদের কাছে।
বিগত বছর গুলোতে এই হাটে শতকরা ১০ টাকা করে খাজনা দিতে হতো। এবারেই প্রথম বারের মতো খাজনা মুক্ত করা হয়েছে হাটটির, এতে সাধারণ মানুষ ও ক্রেতা-বিক্রেতা অনেক খুশি।
সাপ্তাহিক ঐতিহাসিক হাটটি প্রতি শনিবার ও বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থাকে। এছাড়াও প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টার মত বাজার বসে। স্থানীয় হাটটিতে পাঁচ্চর ইউনিয়নসহ আশেপাশের ইউনিয়নের সাধারণ মানুষ এখানে ক্রয়-বিক্রয় করে বিভিন্ন সুযোগ- সুবিধা পেয়ে থাকে বলে অনেকেই এখানে বাজার করতে আসে।
ইতি পূর্বে হাটটি প্রায় ৭ লক্ষাধিক টাকা দিয়ে ইজারা আনা হয়েছে। এসময় ইজারাদার শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা, জানান তিনি তার ব্যক্তিগত ফান্ড থেকে ইজারার টাকা আগামী এক বছরের জন্য সরকারী কোষাগারে পরিশোধ করে দিয়েছেন। জানা যায় পহেলা বৈশাখ থেকে আগামী এক বছরের জন্য খাজনা সর্বসাধারনের জন্য মওকুফ করা হয়েছে।
তিনি আরো বলেন-আপনারা যেনে খুশি হবেন যথাযথ নিয়ম মেনে শিবচরে অন্তর্গত বাহাদুরপুর হাট-বাজার ইজারা আমার নামে হয়, ইতিমধ্যে ইজারার টাকা আমার ব্যক্তিগত তহবিল থেকে সরকারি কোষাগারে পরিশোধ করে দিয়েছি।
আজ থেকে আগামী এক বছর বাহাদুরপুর হাট বাজারে কারও কোনো খাজনা দিতে হবে না। অর্থাৎ জনসাধারণের জন্য খাজনা মুক্ত ঘোষণা করা হয়েছে।
Leave a Reply