নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা – আরিচা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, থ্রী হুইলার ও হ্যালোবাইক নামের অবৈধ যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে।সাভার হাইওয়ে পুলিশের সামনেই বড় বড় বাস,ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলাচল করছে নিষিদ্ধ এসব যানবাহন। পুলিশ দেখেও না দেখার ভান করছে। একারণে সাভার আমিন বাজার থেকে কালামপুর পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার মহাসড়কে প্রতি দিনই ঘটছে দূর্ঘটনা। ঢাকা – আরিচা মহাসড়কের মূল সড়কের বিভিন্ন সংযোগ সড়কে রয়েছে ৩০-৪০ টি অবৈধ স্ট্যান্ড।সাভার পরিবহনের চালক রাজু বলেন, মহাসড়কে অটোরিকশা, ইজি বাইক নিষিদ্ধ হলেও তাঁরা আমাদের দ্রুতগামী বাসগুলোকে সাইড দিতে চায় না।মহাসড়ক দখল করেই প্রশাসনের সামনেই চলাচল করছে নিষিদ্ধ যানবাহন গুলো। একারণেই বড় বাসের সঙ্গে সংঘর্ষে প্রতি দিনই ঘটছে দূর্ঘটনা। হাইওয়ে থানা পুলিশ এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে কোন ব্যবস্হা না নেওয়ায় মহাসড়কে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে অবৈধ যানবাহন গুলো। সাধারণ মানুষ ও বাস চালকদের দাবি হাইওয়ে পুলিশ যত দ্রুত সম্ভব অবৈধ যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করে, মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনবে।
Leave a Reply