মনিরামপুর উপজেলা প্রতিনিধি: গত ১৮ এপ্রিল ২০২৫ ইং রোজ শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ঝাঁপা ভাসমান সেতুর মসজিদ ঘাট সংলগ্ন এলাকায় ৭০ মিটার নতুন রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল উদ্দিন, প্রকল্প সভাপতি ও মহিলা ইউপি সদস্য আবেদা খাতুন, স্থানীয় বিএনপি নেতা মোঃ আবুল কাশেম, জামায়াত নেতা মাস্টার আসাদুজ্জামান, সাবেক ঘাটের মাঝি অসিম সহ আরও অনেকে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি নির্মাণের, যা আজ বাস্তবায়নের পথে একধাপ এগিয়ে গেল। রাস্তাটি নির্মিত হলে এলাকাবাসীর চলাচলে স্বস্তি ফিরে আসবে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে স্থানীয় মানুষের প্রত্যাশা।
Leave a Reply