মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) ভিসির পদত্যাগের দাবিতে ধারাবাহিক কর্মসুচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালায়ের বিভিন্ন ভবনের দেওয়ালে গ্রাফিতি একে কর্মসুচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে গ্রাফিতি আকার মাধ্যমে কর্মসুচি শুরু করে । পর্যায়ক্রমে অডিটোরিয়াম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ওয়ালে এ ধরনের শ্লোগান সম্বলিত গ্রাফিতি করে শিক্ষর্থীরা। বিশ্ববিদ্যালয়ের কোথাও লেখা, বাহ ভিসি চমৎকার – সন্তাসীদের পাহারাদার, আবার কোথাও লেখা” এখানে সমস্ত ক্ষমতাধর নিজেকে ভাবিছে ঈশ্বর ” কোথাও শিক্ষার্থীরা লিখেছেন ” একদফা এক দাবি, ভিসি মাসুদের পদত্যাগ “। দালাল মাসুদকে না বলুন। আবার কেউ লিখেছেন, ভিসি গদি ছাড়। ” শোকের গ্রাফিতি একদফা ডাক ” কর্মসুচি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গালিব রাহাত বলেন, আমাদের ভিতর চাপা ক্ষোভ, যে ক্ষোভের আগুনটা আমাদের ভেতর জলছে, সেটা আমরা সবাইকে জানিয়ে দিতে চাই। সেটা আমাদের অভিভাবক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসককে জানিয়ে দিতে চাই, যেহেতু উনি সব সময় বলে এসেছেন ছাত্ররা নিয়োগ কর্তা। আমরা উনাকে বুঝাইতে চাইযে, আমরা ভালো নেই। আমাদের দুর্দশা, রাতে কেউ ঘুমাতে পারে না। আমরা এভাবে জানান দিতে চাই। তিনি বলেন, আমরা আমাদের একদফা দাবিতে এখনো স্টিল আছি। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমটা পিছু সরবো না।
Leave a Reply