এস এম শাহ আলম, বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর মডেল ইউনিয়ন বেহাল দশায় পরিণত। সরজমিনে গিয়ে দেখা যায়। ২৫ বছর আগে বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ভবনটি স্থাপিত হয়। বর্তমানে এই ভবনটি দীর্ঘদিন যাবত ভবনের ছাদে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, যেকোনো মুহূর্তধশেপরে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ ব্যাপারে বিদ্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম মীর এর সাথে আলাপ করলে, তিনি জানান দীর্ঘদিন উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন দেওয়া সত্বেও কোন প্রতিক্রিয়া পাইনি। আমরা ইউনিয়ন পরিষদের সদস্যদের কে নিয়ে পরিষদে মিটিং কার্যক্রম করিতে অনেক সমস্যা হয়। এবং বিল্ডিং এর ছাদ ভেঙ্গে গিয়ে অনেক জায়গা দিয়ে বৃষ্টির পানি পড়ে। এই পানি পড়ার কারণে আমাদের পরিষদের সমস্ত কার্যক্রম করিতে অনেক সমস্যা হয়। বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের পরিষদের ইউপি সদস্য ও বিদ্যানন্দপুর ইউনিয়নের সাধারণ মানুষের। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটাই দাবি। দ্রুত আমাদের ইউনিয়ন পরিষদের ভবনটি যাহাতে মেরামত পেতে পারি। এই দৃষ্টি কামনা উদ্বোধন কর্তৃপক্ষের নিকট। বিদ্যানন্দপুর ইউনিয়নে দুই যুগ পেরিয়ে গেলেও ভবনের কোন কার্যক্রম উন্নতি নাই বলে জানা যায়। বর্তমানে বিদ্যানন্দপুর ইউনিয়নের ভবনটি মরণফাঁধে পরিণত হয়েছে বলে জানা যায়।
Leave a Reply