গোলাম মর্তুজা, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—
১। মোঃ সাগর আহমেদ (৩০), পিতা: তৈয়ব সরকার, গ্রাম: কালিকাপুর, থানা: আত্রাই, জেলা: নওগাঁ।
২। মোহাম্মদ ইমরান হোসেন (২৯), পিতা: গোলাম মোস্তফা, গ্রাম: জগত সিংহপুর, থানা ও জেলা: নওগাঁ।
জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয়ে জয়পুরহাটসহ আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তারা কখনো ব্যবসায়ীদের টার্গেট করে অর্থ আদায় করতো, আবার কখনো রাস্তাঘাটে মোটরসাইকেল আরোহীদের আটকিয়ে ‘ডিবি পরিচয়ে’ টাকা আদায় করত।
পাঁচবিবি থানা পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
Leave a Reply