মোঃ গোলাম মোওলা,জেলা প্রতিনিধিঃ পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ানের পবাহার গ্রামে আমগাছে ঝুল টাঙাকে কেন্দ্র করে ১৩ বছরের শিশুকে মারধর করে আহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাযায়, পাঁচবিবি উপজেলার পবাহার গ্রামের মইনুল ইসলাম তার স্ত্রী এবং বড় ভাই ফজলুর রহমানের সঙ্গে পর্বের শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে আবু বক্করের ১৩ বছরের শিশুকে দেশী অস্র দাঁ ও বাঁশের লাটি দিয়ে মারধর ও পুকুরের পানিতে ফেলে দিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করান।
আহত শিশুটির পিতা আবু বক্কর বলেন, আমার অবুঝ শিশুটিকে পর্বশত্রুতার জেরে মেরে আহত করে পুকুরে ফেলা মেরে ফেলার চেষ্টা করেছিল আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এই বিষয়ে অভিযুক্ত মইনুলের স্ত্রী বলেন, আমাদের জমির উপরে আম গাছে ঝুল লাগিয়ে ফসলের খতি করছে বলতে গেলে অট্টভাষায় গালাগালি করে তখন আমার স্বামী দুইটা থাপ্পড় মারে।
এই বিষয়ে জানতে চাইলে নন্দিগ্রাম তদন্ত কেন্দ্রের ওসি আসাদুল জামান আসাদ জানান, অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্তল পরিদর্শন করেছি তদন্ত প্রক্রিয়াধীন তদন্ত শেষে সত্যিতা পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ।
Leave a Reply