নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় এক গাড়ি ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় মারধর ও তার কাছে থাকা ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সকালে স্থানীয় সোনিয়া মার্কেট মোড়ে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মো. আব্দুর রহমান (৬৫) আশুলিয়া থানায় লিখিত অভিযোগে জানান, তিনি ও তার ব্যবসায়ী পার্টনার মো. আব্দুস সাত্তার (৩৫) গাড়ি ভাড়ার ব্যবসা করেন। কয়েক মাস ধরে মো. শাহিন মিয়া, মো. জয়নাল ও মো. আউলাদ হোসেনসহ কয়েকজন মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। সকাল ৯:৩০টার দিকে আব্দুস সাত্তারকে তারা মারধর করে এবং তার কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আব্দুর রহমানের বর্ণনায়, চাঁদা দিতে অস্বীকার করায় সাত্তারকে ইট ও লাথি-ঘুষি দিয়ে আক্রমণ করা হয়। আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং অভিযুক্তদের খুঁজে আনার চেষ্টা চলছে। আশুলিয়া থানার অফিসার-ইনচার্জ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উৎপীড়নের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply