শাহাদাৎ হোসেন সরকার, কাশিমপুরঃ গাজীপুরের কাশিমপুর থানা পুলিশের একটি অভিযানে জিরানি বাজারের ড্রিমল্যান্ড গেস্ট হাউজ থেকে তিন জোরা পতিতা-খদ্দেরসহ মালিকের ভাই ও আট কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় ।১৬/০৪/২০২৫ ইং তারিখ বুধবার এঅভিযান চালানো হলেও ১৭/০৪/২০২৫ ইং তারিখ হোটেলটিতে আবারও চলছে অবৈধ কার্যক্রম এমন অভিযোগ স্থানীয়দের । পুলিশের বিশেষ টিম গোপনে তথ্য পেয়ে হোটেলটিতে অভিযান চালায়। এসময় (কক্ষে কক্ষে) অবৈধ কর্মকাণ্ড চোখে পড়ে। গ্রেফতারকৃতদের মধ্যে হোটেল মালিকের ভাই ও স্টাফরা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে এখানে (দেহব্যবসা পরিচালনা)করছেন বলে অভিযোগ রয়েছে । তবে অভিযানের পরও হোটেলটি আবারও চালু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। কাশিমপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আমরা অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করেছি। তদন্ত চলছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তবে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কেন বারবার অভিযানের পরও এই হোটেল বন্ধ হচ্ছে না। তাদের দাবি, প্রভাবশালী মহলের যোগসাজশে এই অবৈধ ব্যবসা চলছে। এদিকে, গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন,আমরা কঠোর নজরদারি চালাচ্ছি। কেউ আইন ভাঙলে কঠোর শাস্তি পাবে। তবে হোটেলটি কীভাবে বারবার চালু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। স্থানীয়রা চান দ্রুত এই অবৈধ কেন্দ্রটি স্থায়ীভাবে বন্ধ হোক এবং জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হোক।
Leave a Reply