হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতাঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সিমান্তের ৮’শ ৯৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসিবুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।এরই প্রতিবাদে ভারতীয় একজনকে আটক করে স্থানীয় জনগন বিজিবির হাতে তুলে দেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরের উপজেলার সিংগীমারী ইউনিয়নের মধ্য সিংগীমারী এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাসিবুল ইসলাম উপজেলার সিংগীমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্র জানায়, সীমান্ত এলাকায় থাকা নিজেদের জমি থেকে দুপুরে ঘাস কাটতে যায় হাসিবুল। ঘাস কাটার একপর্যায়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বিএসএফের একটি টহল বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে কোনো কারণ ছাড়াই খুব কাছ থেকে গুলি করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে হাসিবুল। এরপর রাইফেলের বাট দিয়ে তাকে আঘাত করা হয়। পরে তাকে টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। ভারত থেকে পাওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, অক্সিজেন মাস্ক লাগানো হাসিবুলের মুখমণ্ডলের একাংশ রক্তাক্ত।
অন্যদিকে ভারতীয় একজনকে আটক করে স্থানীয় জনগন বিজিবির হাতে তুলে দেন।
বিজিবি সূত্র জানায়, বাংলাদেশিকে গুলি করার ঘটনায় বিজিবির আহ্বানে বিকেল ৫টায় ওই সীমান্তে পতাকা বৈঠকে অংশ নেয় বিএসএফ। বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশিকে ফেরত চাওয়া হয়েছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী জানান, গুলিবিদ্ধ বাংলাদেশিকে ভারতীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের খবরটি আমার জানা নাই।
Leave a Reply