গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নে দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে এক পিতা মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কালবৈশাখী ঝড়ের পর এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ব্যক্তির নাম মোঃ রতন মিয়া। তিনি মোঃ সোহরাবের বড় ছেলে। ঝড়ের পর রতনের মেয়ে বাড়ির পানির মটরের সুইচ অন করলে মটরের সংযোগ দেওয়া ক্যাবলের ত্রুটির কারণে পানি কলের পাশের টিনের বেড়ায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যায়।
এই সময় তার মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে স্ত্রী চিৎকার শুরু করেন। পরিবারের দুই সদস্যকে বাঁচাতে ছুটে যান রতন মিয়া। কিন্তু বিদ্যুতায়িত টিনের বেড়ায় লেগে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ফেলা হয় এবং রতন মিয়াকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একজন বাবার এমন আত্মত্যাগে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিষয়টিকে খুবই হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন।
Leave a Reply