মল্লিক জামাল: বরগুনার তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে মরিয়ম আক্তার (১১) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার শারীকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম একই এলাকার মো. ফারুক আকনের মেয়ে ও নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, মরিয়ম আজ সকাল ৮ টার দিকে স্কুলে যাওয়ার জন্য সহপাঠী ফুফু মিম আক্তারকে নিয়ে তার বাড়ির পুকরে গোসল করতে যায়। এসময় মরিয়ম পাকা পুকুর ঘাট থেকে পিছিলে পুকুরে পড়ে যায়। সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এসময় তার সাথে থাকা সহপাঠী মিম চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে পুকুরের পানিতে মরিয়মকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরিয়মের বাবা মো. ফারুক আকন বলেন, সকালে আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য পুকুরে গোসল করতে যায়। এ সময় পা পিছলে পানিতে ডুবে যাওয়ায় মৃত্যু হয়েছে। মরিয়ম সাঁতার জানত না।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রোকনুজ্জামান বলেন, মরিয়মকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত হয়েছে।
Leave a Reply