লালমনিরহাট প্রতিনিধি: লালমনিহাটের হাতীবান্ধায় বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের গুলি এক বাংলাদেশী গুলিবিদ্ধ। পরে তাকে ভারতীয় বিএসএফ নিয়ে যায় এ ব্যাপারে বাংলাদেশ বিজিবি ও ভারতীয় বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার কথা জানা যায়। বুধবার দুপুরে লালমনির জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সীমান্ত এলাকায় জাহিদুল ইসলামের ছেলে হাসিনুর ইসলাম গরুর ঘাস কাটতে গেলে ভারতীয় বিএসএফ গুলি করে এ সময় তাকে আহত অবস্থায় ভারতীয় বিএসএফ নিয়ে যায়। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে হাসিনুর কে ফেরত দেওয়ার কথা চলছে। স্থানীয় লুৎফর রহমান জানান হাসিরুল সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে ভারতীয় বিএসএফ প্রথমে তাকে গুলি করে পরে নিয়ে যায় তবে মারা গিয়েছে কিনা এখনো জানা যায়নি।
এবিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহামুদুন নবী, বলেন ঘটনার স্থলে পুলিশ গিয়েছে পরবর্তীতে এ বিষয়ে জানা যাবে।
Leave a Reply