জিহাদ হাসান, জেলা প্রতিনিধি শরীয়তপুর: ১৬/৪/২৫ দুপুর ১২৩০ ঘটিকায় দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, আখতারুজ্জামানের নেতৃত্বে শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দলিলের শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকিসহ বেশ কিছু অনিয়ম উঠে আসে।
তিনি জানান, শরীয়তপুর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিলের শ্রেণি পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, দাতা গ্রহীতার নাম পরিবর্তন ও নকল উত্তোলনে অতিরিক্ত ফি আদায় করে থাকেন। এমন অভিযোগের প্রেক্ষিতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে অভিযান পরিচালনা করেন।
এ সময় ২০২১ সালের একটি দলিলে ৩৮ লাখ ৮৩ হাজার ৫০৫ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টি উঠে আসে। অনিয়মের উঠা অভিযোগগুলো খতিয়ে দেখছে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়
Leave a Reply