এস.এম.সামজাত, বিশেষ প্রতিনিধি: মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে তামাকুমন্ডি লেনের রহমান ম্যানসন নামে চার তলা মার্কেটের তৃতীয় তলায় এ আগুন লাগে।
বেলাল উদ্দিন ও জসীম উদ্দিন নামে দুই ব্যবসায়ীর জুতার গোডাউন দুটি ক্ষতিগ্রস্ত হয়। রাত ১১টায় আগুন নির্বাপিত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত আটটার দিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা, নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ৬টি গাড়ি পাঠানো হয়েছে। ভবনের জানালা ভেঙে আগুন নেভাতে হয় ফায়ার সার্ভিসকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনতলায় জুতোর গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন ছড়িয়ে পড়া রোধে কাজ করেছে।
অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এ বাজারের ভবনগুলো। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। ঠিক কতটি ভবন, কত দোকান সঠিক হিসাব নেই কারও কাছেই। আনুমানিক শতাধিক ভবনে ১০ হাজার পাইকারি, খুচরা দোকান রয়েছে। তামাকুমন্ডি লেন বণিক সমিতির সদস্য সংখ্যা প্রায় ৪ হাজার ২০০।
একজন ব্যবসায়ী নেতা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিস শেষে বিস্তারিত জানাবে। অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
Leave a Reply