মোঃ আশিকুর রহমান রানা, সিলেট জেলা প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিশ্বনাথ উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা।
বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান, রায়হান আহমদ, নুরুজ্জামান জামান, মো. আব্দুল মনিম, সদস্য মকবুল হোসেন, ১নং লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক আনোয়ার আহমদ, ২নং খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মো. গোলাম আকবর, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, হারিছ আলী, লায়েছ আহমদ, ৩নং অলংকারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিকুর রহমান আতিক, সদস্য সচিব মো. নুর আলী, যুগ্ম আহবায়ক মো. জায়েদ আাহমদ, জমির আলী, ৪নং রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম আহমদ, যুগ্ম আহবায়ক গৌছ আহমদ, ৫নং দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কবি এসপি সেবু, নাজমুল ইসলাম খান, এনামুল হক খোকন, ৬নং বিশ্বনাথ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামুল আলী, সদস্য সচিব মিলাদ আহমদ, ৭নং দেওকলস ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাধন চন্দ্র, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, ৮নং দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজলু মিয়া, যুগ্ম আহবায়ক সুহেল আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশিকুর রহমান রানা ১নং লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম মেম্বারকে মিথ্যা মামলা থেকে অব্যহতি এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান এবং সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে দলের সকল নেতাকর্মীকে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা পরিপন্থী কাজে লিপ্ত থাকবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই এব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান।
তিনি বলেন, এখন আর বসে থাকার সময় নেই, আমাদের দলকে এগিয়ে নিতে হলে নিরলসভাবে কাজ করে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনাকে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দকে কাজ করার আহবান জানান।
তিনি অবিলম্বে জননেতা এম এম ইলিয়াছ আলীর সন্ধ্যান পেতে অন্তর্বর্তীকালীন সরকারে কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply