1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আজ ১৬ই এপ্রিল নড়াইলের নড়াগাতীর ডানপিঠে কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান চৌধুরীর শুভ জন্মদিন দেব প্রসাদ দাশ। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চাঁপাইনবাবগঞ্জের আম যাবে চীনের বাজারে, খুশি চাষিরা নওগাঁয় ১৭১৯ কেজি সরকারি চাল জব্দ অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি- স্বরাষ্ট্র উপদেষ্টা নওগাঁয় সড়ক দূর্ঘটনায় দু’জন শিক্ষার্থী’র মৃত্যু পীরগঞ্জে রাস্তা সংস্কার কাজের ঠিকাদারী পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী পলাতক আ’লীগ নেতা! কেসিসির নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মঞ্জুর করা মামলার শুনানি ৪ মে। বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা-ভাতিজার বিরুদ্ধে মামলা, প্রাণনাশের হুমকিতে পরিবার পলাশ উপজেলা বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবেলা না করতে পেরে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। শিশুদের সাথে সব সময় ইতিবাচক আচরন করতে হবে, কেএমপি পুলিশ কমিশনার। গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আজ ১৬ই এপ্রিল নড়াইলের নড়াগাতীর ডানপিঠে কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান চৌধুরীর শুভ জন্মদিন দেব প্রসাদ দাশ।

  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৫৫ দেখেছেন

বিশেষ প্রতিনিধি: ১৯৭৯ সালের আজকের এই দিনে দুনিয়ার বুক আলো করে খুলনার পিপলস জুট মিলের শ্রমিক নেতা, জননেতা মোঃ আবদুল মান্নান চৌধুরী ও ধার্মীক সুফিয়া বেগমের কনিস্ট সন্তান হিসাবে ভূমিষ্ট হন, সবার এই প্রিয় মুখ, সাংবাদিক, সংগঠক, মানবতাবাদী, সমাজকর্মী, মানবাধিকার কর্মী মোঃ মনিরুজ্জামান চৌধুরী।

বাবার কর্মস্থল খুলনার খালিশপুর হওয়ার সুবাদে জন্মস্থান খুলনা হলেও তার নাড়িরবন্ধন ছিল নড়াইলের নড়াগাতী থানার পহরডাংগা ইউনিয়নের মুলশ্রী গ্রামের সভ্রান্ত মুসলিম চৌধুরী পরিবারের সন্তান মো: মনিরুজ্জামান চৌধুরী আপাদমস্তক একজন প্রকৃতি প্রেমিক। ছোট বেলা থেকেই তিনি গ্রামের কাচা রাস্তা, পুকুর, ধানের সরু আইল বেয়ে সামনেরর পথ চলা, মধুমতি নদীতে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখা এবং প্রকৃতির সাথে বন্ধুত্ব তৈরি ছিল ছোটবেলার অভ্যাস।
ব্যাক্তিগতও পারিবারিক জীবনঃ ব্যাক্তিগত জীবনে মনিরুজ্জামান চৌধুরী ডানপিঠে স্বভাবের। ষ্পষ্টভাষী, সদালাপী, নির্ভিক চিত্তের অধিকারী মানুষটি বাবা মায়ের ও দুই বোনের অত্যান্ত আদুরে ছিলেন তিনি। সব গুনাবলী তার পরিবার থেকেই শেখা। বৈবাহিক জীবনে সূখি এমানুষটি কে দীর্ঘ পথ চলায় তাঁর সহধর্মিণীর কোন অভিযোগ নেই। দুই মেয়ে এক পুত্রসন্তান ও মাকে নিয়ে তার বাহ্যিক পরিবার হলেও পুরো মানবজাতীকে তিনি তার পরিবার হিসাবে মেনে চলেন।
কর্মজীবনঃ কর্মজীবনে মোঃ মনিরুজ্জামান ড. মহাজের ইন্সিটিউট ( হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট) খুলনা- বরিশাল বিভাগ , রিজিয়নাল কো-অডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন, পরবর্তীতে তিনি দৈনিক পূর্বাঞ্চল সহ দেশের স্বনামধন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াতে সাংবাদিকতায় প্রায় ২ যুগ ধরে দায়ীত্ব পালন করে আসছেন।
* তিনি পূবালী ব্যাংক পিএলসি’র কনজুমার ক্রেডিট স্কীম (সিএলএস) ঢাকার জুরাইন, বেগম বাজার, আসাদ এভিনিউ শাখা সহ অসংখ্য শাখায় লোন রিকোভারিও ইন্সপেকশন শাখা অফিসার হিসাবে প্রায় ১৫বছর কর্মরত ছিলেন ও বর্তমানে তিনি গোপালগঞ্জ শাখায় কর্মরত আছেন।
সামাজ কর্মী ও সংগঠকঃ বন্ধু আপ্রান এ মানুষটি সব সময় ছুটে বেড়ান বন্ধুত্ব তৈরি করতে, বন্ধুত্বের সুবাদে আনতে চান সামাজিক পরিবর্তন ও মানবতার উন্নয়ন। অনেকের সাথে গড়ে তুলেছেন বিভিন্ন সামাজিক সংগঠন। দিয়েছেন নেতৃত্ব ও স্বেচ্ছা শ্রাম। নাশনাল স্প্রিচুয়াল এসেম্বলী বাহা’ই অফ বাংলাদেশ স্পনসরশীপে ভারতের নয়াদিল্লির সর্বধর্ম উপাসনালয় লোটাস টেম্পলে দীর্ঘদিন স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করেন, ১৯৯৬ সালে পুনেতে উপমহাদেশ যুব কনভেনশনের বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেন মোঃ মনিরুজ্জামান চৌধুরী । তিনি পথশিশুদের পূনবার্সন ভিত্তিক সংগঠন, ষোল আনানা বাঙ্গালী, নিরাপদ সড়ক চাই , সামাজিক উন্নয়ন ভিত্তিক সংগঠন FFN , নোঙ্গর, মূলশ্রী ফাউন্ডেশন, উৎসর্গ, কালিয়া প্রেসক্লাব, আন্তর্জাতিক সাংবাদিক আইনী সহায়তা ফাউন্ডেশন, মফস্বল সাংবাদিক সহায়তা প্রতিকার ফাউন্ডেশন, শীতার্থদের পাশে ‘সংবাদ নড়াগাতী বন্ধু মহল” নামে সামাজিক সহযোগিতা মুলক প্রোগ্রাম পরিচালনা সহ অসংখ্য সামাজিক কাজে যুক্ত আছেন মোঃ মনিরুজ্জামান চৌধুরী ।
আজকের এই দিনে নড়াইল নড়াগাতী স্বপ্নবাজ এই মানুষটির আগমনে নড়াগাতী বাসী উদ্ভাসিত উল্লাসিত এমন হার না মানা, একনিষ্ঠ উন্নয়নকর্মী হোক সবার প্রত্যাশা পূরনের ধারক ও বাহক। দৃষ্টান্ত হোক সবার কাছে। শুভ কামনা প্রিয় মানুষটির জন্য, অনন্তকাল বেঁচে থাক আমাদের মাঝে, নেতৃত্ব ও অনুপ্রেরনা দিক নতুন জুবাদের। অনেক দোয়া ও ভালবাসা আপনার জন্য। শুভ জন্মদিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com