1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর জানাজা সম্পন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সেনা অভিযানে রাজশাহীর ‘সন্ত্রাসী সাংবাদিক’ জুলু গ্রেপ্তার-অস্ত্র উদ্ধারে ১০ দিনের রিমান্ড আবেদন ফুলপুরে কাবিটা কর্মসূচির আওতায় ৩০০০ ফুট সলিং রাস্তার পরিদর্শন করলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দখল পাল্টা দখল : নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অচলাবস্থা কাটছে না এনাম মেডিকেল কলেজে কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি, কর্তৃপক্ষের আশ্বাসে ফের স্বাভাবিকতা বাংলাদেশের যে সংবিধান রয়েছে এটি আঃলীগ বিধান- হাসনাত বগুড়া ডিবি পুলিশের অভিযানে তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দানকারী গ্রেফতার বগুড়ায় ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা আদায়, এপিবিএন সদস্যসহ ছয়জন আটক কালিয়ায় জেষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন জরুরী বিভাগে ডিউটি রেখে পাইভেট চেম্বারে ব্যস্ত ডা. শিপলু সরকার

ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর জানাজা সম্পন্ন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৩, ৩:০৯ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুয়ায়রা হিমুর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা চ্যানেল আই প্রসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রনক হাসানসহ অভিনেত্রীর দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেয়।

অভিনেত্রীর সঙ্গে কারও দেনা-পাওয়া থাকলে শিল্পী সংঘের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়ে জানাজা নামাজের আগে শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, ‘হিমু বাবা মা নেই। আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করে আমাদের তার লক্ষ্মীপুরে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে।’

এদিন শেষবারের মতো অভিনেত্রীকে দেখতে চ্যানেল আই প্রাঙ্গণে গুনী অভিনেত্রী আফসানা মিমি, নির্মাতা চয়নিকা চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, অনুভব মাহবুব, রাশেদ মামুন অপুসহ নাট্যঅঙ্গনের অনেকেই উপস্থিত হন।

শেষবারের মতো হিমুর মরদেহ দেখে আফসানা মিমি বলেন, ‘এরকম কিছু আমাদের জীবনে না ঘটুক।

চয়নিকা বলেন, ‘ও খুব প্রাণবন্ত একটি মেয়ে ছিল। কিভাবে ওর মৃত্যু হয়েছে এটা এখনও অজানা। আমাদের একটাও দাবী সুষ্ঠ তদন্ত হোক।’

চ্যানেল আইতে জানাজা শেষে হিমুর মরাদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। সেখানে অভিনেত্রীর মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।

সোহরাওয়ার্দী হাসপাতাল মময়নাতদন্তে শেষে শুক্রবার দুপুর ১২ টার দিকে চ্যানেল আই প্রাঙ্গণে আনা হয় হিমুর৷ মরদেহ।

বৃহস্পতিবার বিকালে হিমুর রহস্যজনক মৃত্যু হয়। তার পালিত ভাই মেকাপম্যান মিহির ও বন্ধু জিয়াউদ্দিন রুফি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হিমুকে মৃত ঘোষণা করে। তবে হিমুর গলার একটি দাগ পাওয়া যায়। এ কারণে এটি আত্মহত্যা নাকি হত্যা কেউই সঠিকভাবে বলতে পারছেন না।

পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন হিমু। ময়নাতদন্তের রিপোর্ট এলে রহস্য উদঘাটন হবে।

এদিকে হিমুর মৃত্যুর খবর কানে যেতেই তার মোবাইল নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান কথিত প্রেমিক জিয়াউদ্দিন রুফি। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক রয়েছেন হিমুর পালিত ভাই মেকাপম্যান মিহিও।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com