ফয়জুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে বাংলা নবর্বষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সহ বর্নীল আয়োজন করেছে উপজেলা প্রশাসন । অনুষ্ঠানের শুরুতে সকাল ৮:৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশ এবং এসো হে বৈশাখ গান এর মাধ্যমে বর্ষবরনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল 9 টায় আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে ফুলপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে আবারও উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সকাল ১০ ঘটিকার সময় দুই দিন ব্যাপী লোকজ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান ফারুক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদী, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সুত্রধর, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল হক,উপজেলা বি এনপির যুগ্ম আহবায়ক রুকুনুজ্জামান রুকন , যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন খান,উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সহ সভাপতি এ কে এম আরিফুল হক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ, এবং ফুলপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মেলায় গ্রাম বাংলার বিভিন্ন কারুশিল্প, হস্ত শিল্প, বিভিন্ন রকম বাহারী পিঠা পুলি, পান্তা ইলিশ সহ গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করা হয়েছে।
Leave a Reply