নিজস্ব প্রতিবেদক, বগুড়া: সোমবার ( ১৪ এপ্রিল ) ভোরে শহরের তিনমাথা ট্রাফিক পুলিশ বক্স এর সামনে মহাসড়কে ডিবি বগুড়ার একটি টিম গোপন সাংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা প্রাইভেটকারসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থাকা প্রাইভেটকার থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মসজিদপাড়ার বিল্লাল হোসেন(৪১), একই এলাকার মোঃ আফজাল হোসেন(২০), বগুড়ার আদমদিঘী উপজেলার বশীকরা এলাকার রফিকুল ইসলাম বুলবুল(৪৮), রবিউল ইসলাম(৩৮) একই এলাকার রফিকুল ইসলাম বুলবুল(৪৮), ও সোহেল রানা (৩২)। সেইসাথে গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে ।
Leave a Reply