মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলীতে আগুন লেগে ১৮ টি দোকান ও ৩ টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এ অগ্নিকাণ্ডে আরও অন্তত ১০ টি দোকান ও বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল ২৫) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কড়ইবাড়িয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে স্বপ্ন পুড়ে ছাই হওয়া ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, একটি তেলের (পেট্রোল) দোকান থেকে আগুন বের হয়ে মুহুর্তেই আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দীর্ঘ সময় ধরে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
খবর পেয়ে তালতলী ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা করলে পানি ফুরিয়ে যায়। যার কারনে আগুনের তীব্রতা আরও বাড়তে শুরু করে। পরক্ষণে আমতলী (অন্য উপজেলা) ফায়ারসার্ভিসের সদস্যরা প্রায় ৫০ কিলোমিটার দূর থেকে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ১৮ টি দোকান ও বাজার সংলগ্ন ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, বাজারে এই প্রথম আগুন লেগেছে। ফায়ারসার্ভিস এসে সাথে সাথে আগুন নিভাতে পারলে সাধারণ ব্যবসায়ীরা এতোটা ক্ষতিগ্রস্ত হত না।
তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান বলেন, যথাসময়ে আমরা ঘটনাস্থলে পৌঁছিয়ে পানির সংকট থাকায় আমাদের একটু বিলম্ব হয়েছে। পরে আমতলী ফায়ার সার্ভিস আসলে দুই গ্রুপে আগুন নিয়ন্ত্রণ করি।
তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, খবর পেয়ে রাত ১২ থেকে ৪ টা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply