আকাশ বাবু, বিশেষ প্রতিনিধি: গত ১২ এপ্রিল ২০২৫ইং রোজ শনিবার, সময়ঃ রাত ৯.৩০ ঘটিকার সময় পরকীয়ার সম্পর্কের জেরে অনৈতিক কাজ করতে গিয়ে সাধারণ জনগনের হাতে ধরা পড়লো এক পিন্টুর বউয়ের সাথে আরেক পিন্টু।
এমন ঘটনা ঘটেছে বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে। উক্ত ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের মবো প্রামাণিকের পুত্র পিন্টুর স্ত্রী দুই সন্তানের জননীর সাথে একই ইউনিয়নের তল্লাতলা গ্রামের গেদার পুত্র দুই সন্তানের জনক পিন্টু (৩৮) কে অনৈতিক কাজের সময় হাতেনাতে ধরেছে মালিয়ানডাঙ্গা গ্রামের জনগণ।
পিন্টু (৩৮) উক্ত বালিয়াদিঘী ইউনিয়নে অবস্থিত তল্লাতলা দাখিল মাদ্রাসার বর্তমান সভাপতি ও অগ্রণী ব্যাংক তরনীহাট শাখা, বগুড়ার অস্থায়ী অফিস সহায়ক এবং সাবেক আওয়ামীলীগ ও বর্তমান বিএনপি নেতা।
এ বিষয়টি নিয়ে এলাকায় নানান সমালোচনার সৃষ্টি হয়েছে এবং অতিদ্রুত তাকে চাকুরীচ্যুত করা এবং যেহেতু একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি তাই তাকে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি পদ থেকে বহিষ্কার দাবী করেন এলাকার সাধারণ জনগন।
Leave a Reply