সুমন সরকার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১ বছর পূর্ণ করল বন্দর ক্যাফে। ঠিক এক বছর আগে গোবিন্দগঞ্জ পৌরসভার মধ্যপাড়ায় রাজমতি সুপার মার্কেট সংলগ্ন সাহা মার্কেটের নিচ তলায় বন্দর ক্যাফের আউটলেট উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে।
বিভিন্ন রকমের পানীয় ও ফাস্টফুডের রকমারি সমাহার নিয়ে ক্যাফেটি ক্রমেই গোবিন্দগঞ্জে একটি অভিজাত ক্যাফে হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে।এছাড়াও বন্দর ক্যাফের এক বছর পূর্তী উপলক্ষে ১৩ এপ্রিল পযন্ত সব খাবারে ১০℅ ছাড় অফার চলছে।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এর ১ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। বন্দর ক্যাফের ব্যবস্থাপক সৈকত দাস, শুভাশিষ সাহা শুভ, চন্দ্র পাল,পাপ্পা দত্ত ও অসীম দত্ত, সজীব সরকার কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
আনন্দ টিভির স্থানীয় সাংবাদিক উজ্জ্বল হক প্রধান সাংবাদিক সুমন সরকার অতিথিবৃন্দ স্থানীয় গর্নমান্য ব্যাক্তি বর্গ।
ব্যবস্থাপকরা জানান, লক্ষ্য ছিল শহুরে ব্যস্ততার মাঝে এমন একটি জায়গা তৈরি করা যেখানে আড্ডা ও গল্পের মাঝে বা একান্তে সময় কাটাতে গিয়ে মানুষ উদ্ভাবনীমূলক চিন্তার সুযোগ পাবে। একই লক্ষ্য নিয়ে মনোরম পরিবেশের সাথে বিশ্বমানের কফি, খাবার ও আড্ডার স্থান হিসেবে বন্দর ক্যাফে।
Leave a Reply