তাইয়্যেবা নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (বেলা ১২টা) নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নেতৃত্বে দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশবিরোধী কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা। তার সঙ্গে ছিলেন মো. মলিন মিয়া, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় এবং প্রভাতী রানী, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানে হরিপুরের এসএনএম হরিপুর ইটভাটার মালিক শফিকুল ইসলামকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এই মামলা নং: ২১৪/২৫।
একই অপরাধে খলিশা গাড়ী হরিপুরে এ এম ব্রিকসের মালিক মোজাম্মেল হককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় একটি ইটভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
Leave a Reply