বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি, বগুড়া: বগুড়া সোনাতলা উপজেলা থেকে একটি বালু ড্রাম ট্রাক ১টি বালু ভর্তি ড্রাম্প ট্রাককে সিএনজি যোগে এসে রাস্তায় ব্রিকেট দিয়ে থামিয়ে ২য় বাসপাসে ১০/১২ জন অপহরণকারীরা চাকু ধরে নারুলি কৃষি ফার্মের সামনে ফাঁকা জায়গা নেই। ট্রাক চলককে নামিয়ে রাত ১০.১৫ মিনিটে প্রায় ১ ঘণ্টা একটি বাসায় অবরুদ্ধ করে ৩লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন ট্রাক মালিকের কাছে। মালিক পক্ষ পুলিশের নিকট উদ্ধারের জন্য সহযোগীতা চাইলে নরুলি ফাঁড়ির ৬/৭ জন অফিসারসহ কনস্টেবল ট্রাক ও ড্রাইভারকে উদ্ধার করতে বিভিন্ন জায়গায় খোজা খুজি করে। অপহরণকারীরা বুঝতে পেরে চালক কে ছেড়ে দেয়। পুলিশের উদ্ধার টিম ড্রাইভারকে খুঁজে বের করে, ড্রাইভারের সহযোগীতায় ঘটনাস্থলে গিয়ে পরিত্যাক্ত অবস্থায় ট্রাক দেখতে পায়। অপহরণকারীরা ড্রাইভারের থেকে ট্রাকের চাবি কেড়ে নেওয়ায় ট্রাকটি খুঁজে পেলেও নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেনি। উদ্ধার টিমের পুলিশ সদস্যরা ট্রাকটি রেখে যাওয়া সঠিক মনে করেনি, রেখে গেলে অপহণকারীরা ট্রাকে আগুন দিবে বা ভাংচুর করবে। এমনটা ভেবে চাবির জন্যে অপেক্ষা করছিলো এমন সময় দেয়ালের অন্য পাশ থেকে অতর্কিত ভাবে ইট ছুঁড়ে পুলিশদের লক্ষ করে ঐ সময় বুকে ইট লেগে নরুলী ফাঁড়ির এটিএসআই ফিরোজ গুরুতর আহত ও কনস্টেবল মাহবুব শরীলের বিভিন্ন জায়গায় লেগে আহত হয়। অপহরণকারীরা হামলা করে পালিয়ে যায়। উদ্ধার কর্যের টিমের অন্য পুলিশ সদস্য আহত (০২)পুলিশ সদস্যদের দ্রুত এম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান।
Leave a Reply