মোঃ আশিকুর রহমান রানা, সিলেট জেলা প্রতিনিধি: ফিলিস্তিন-গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গণজমায়েত, রাজপথ অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশ করেছেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্থরের জনসাধারণ।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেটের রাজপথ অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিন ও গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। তা না হলে এর পরিনতি ভালো হবে না। গণহত্যাকারী দোসরদের খুব শিগ্রীই চরম মূল্য দিতে হবে।
বক্তারা আরও বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, দখলদারিত্ব এবং নির্মম গণহত্যা যেন গোটা বিশ্বের সচেতন মানুষকে বাকরুদ্ধ করে তুলেছে। ইসরায়েলি দোসরদের রক্তপিপাসু নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এটি মুসলমান এবং মানুষ হিসেবে সকলের কর্তব্য। গাজার নিপীড়িত জনগণ যখন রক্তাক্ত, তখন ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব। অবিলম্বে ফিলিস্তিন ও গাজায় গণহত্যা বন্ধ করুন, না হলে বিশ্বের সব মানবজাতি একযুগে আন্দোলন গড়ে তুলবে। ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধে জাতিসংঘকে গুরুত্বপূর্ণ প্রদক্ষেণ গ্রহণ করা অনুরোধ জানান।
Leave a Reply