মোঃ ফরিদুল ইসলাম ফরাজ: সংগ্রামমুখর বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জল অধ্যায় মহান মুক্তিযুদ্ধ, ২৬ মার্চ ২০২৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম – সেবা, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দীন, বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জামাল উদ্দিন, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনসার আলী, আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ,অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী মতিউর রহমান, এবং গীতা পাঠ করা হয়, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জসীম উদ্দিন, এসময় বক্তারা সকল বীর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা বোনকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি ও ইতিহাস তুলে ধরেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়
Leave a Reply