ইসমাইল খান নিয়াজ, সিলেট ব্যুরো: আর্তমানবতার কল্যানে” স্লোগানে নিয়ে চিকনাগুল ইউনিয়নে কাজ করে যাচ্ছে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২টায় ফাউন্ডেশনের পক্ষে থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জৈন্তিয়া প্রবেশ গেইটস্থ ঘাটেরচটি ও ঠাকুরের মাটি যুবসমাজের কার্যালয়ে এই মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী মাহতাব আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়নের ৭-৮ ও ৯ নং ওয়ার্ডের ৪০ টি হতদরিদ্র দুঃস্থ পরিবারের মাঝে ১ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন তরুণ সমাজসেবী জামাল আহমেদ ও জাহিদুল ইসলাম।
অনুদান বিতরণের সময়ে তারা জানান মরহুম সাজিদ আলী ফাউন্ডেশন মানবতার কল্যাণে অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে। এ দ্বারা অব্যাহত থাকবে।
Leave a Reply