এনামুল কবীর এনাম, বদলগাছী, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার ৮ টি ইউনিয়নে ১৭, ২৬৬ জন অসহায় হত দরিদ্র পরিবার কে আগামী ঈদুল ফিতরের ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পি, আইও দৈনিক ইনকিলাব প্রতিনিধিকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি জানান ১০ কেজি করে চাল আগামী ঈদুল ফিতরের আনন্দটি উপজেলার অসহায় পরিবারের মাঝে ভাগাভাগির জন্য সরকারিভাবে এই বরাদ্দ আমি তা সঠিকভাবে বিতরণের চেষ্টা অব্যাহত রেখেছি।
মিঠাপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরন উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন কোন ভাবেই চাল বিক্রয় করতে পারবে না,বা ক্রয় করতে পারবেনা। এসময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার প্রেমকুমার , পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাহিদ আক্ত।জানা গেছে মিঠাপুর ইউনিয়নের দরিদ্র অসহায় পরিবারের মাঝে ২১২২ জনকে ভিজিএফ সরকারী ঈদ উপহার বিতরন করা হয়েছে। আরো ও উপস্হিত ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেশাইল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ,যুবদল নেতা সুজন হোসেন, কৃষক দলের সভাপতি আঃ রাজ্জাক। সহ মেম্বার এমরান সরকার,মহিলা মেম্বার মোসলেমা,মহিলা মেম্বার রোকসানা,মহিলা মেম্বার শাহানাজ, যুবদল, কৃষক দলের সভাপতি সহ বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং জামাতের সমন্বয়ে ঈদ উপহার ভিজিএফ চালের তালিকা প্রস্তুত করেছেন বলে ২ নং প্যানেল চেয়ারম্যান মেম্বার হারুনুর রশীদ, সহকারী সচিব আনোয়ার হোসেন সুএে জানা গেছে।গত ২৪ মার্চ কোলা,বালুভরা, বিলাশবাড়ী ইুউনিয়নে বিতরন করা হয়েছে। সরেজমিনে বিলাাশ বাড়ি ইউনিয়নে দেখা গেছে সাড়ে ৮ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এবিষয়ে চেয়ারম্যান জানান দুু একটা মাপ কম হতে পারে বা হবেই।সরেজমিনে দেখা গেছে ৯ কেজি ৬ শ গ্রাম করে চালের প্যাকেট উপজেলা নির্বাহী অফিসার সরকারি ঈদ উপহার ভিজিএফ চাল অসহায় পরিবার লোকজনের হাতে তুলে দিচ্ছেন।
Leave a Reply