রেজাউল ইসলাম: দেশ কাঠামোগত উন্নয়নে সংবিধান ও অন্যান্য সংস্কার চান রাষ্ট্র সংস্কারে ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের প্রস্তাবিত আহবায়ক সাহ সূফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী। তিনি গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎকারে বলেন, যদি সকলে একমত হয় তবে ইসলামিক শরীয়ত অনুযায়ী শাসন কার্য পরিচালিত হবে। কোরআন , সূন্নাহ ও ফতওয়ায়ে আলমগীরী অনুযায়ী দেশ শাসন চলবে। এটাই খেলাফত শাসন। হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল হান্নান আল হাদী একজন, মরহুম পীর মোকাম্মেল হযরত মাওলানা খাজা ওবায়েদুল্লাহ ( রঃ) খানকা এনায়েতী (ইউপি, ভারত) এর সুযোগ্য খলিফা এবং গদীনশীন পীরে কামেল আরো এজাজতে মজলিশে খতমে নবুয়তের বিশ্বা মরহুম হযরত মাওলানা খাজা খান মুহাম্মদ (রঃ), পীরে মোকাম্মেল,কুন্দিয়ান। এলিফ্যান্ট রোড রিজেন্ট প্লাজায় তার কসরে হাদী খানকা শরীফ ( নক্সবন্দী, মোজাদ্দেদী, এনায়েতী) রয়েছে। যেখানে সদা সর্বদা আল্লাহ সুবঃতায়ালার জিকির করুন তাতে, যারা কষ্টে আছেন তাদের কষ্ট দূর হবে, যারা সুখে আছেন, তাদের সুখ বর্ধিত হবে, আত্মশুদ্ধি হবে, ক্বালব পরিষ্কার হবে , আল্লাহ সুবঃতায়ালার, সাথে সম্পর্ক হবে এমন আমল পালন করা হয়। খলিফা হযরত শাহ সুফী সৈয়দ আব্দুল হান্নান আল হাদী কসরে খানকা শরীফে সবান্ধবে আমন্ত্রণ জানিয়ে বলেন, আমার এই খানকা শরীফে প্রতিদিন বাদ এশরাক সকলের জন্য আরজি সর্বশক্তিমান আল্লাহ সুবঃতায়ালার দরবারে পেশ করা হয় । এ ছাড়া তিনি, রাষ্ট্র সংস্কারে ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের প্রস্তাবিত আহ্বায়ক হিসেবে দেশে ইসলামী শাসন কায়েম করার জন্য, কাঠামোগত রাষ্ট্র উন্নয়নে সকলের শান্তি শৃঙ্খলা রক্ষায় সংবিধান সংস্কার ও অন্যান্য সংস্কারে ৩২ দফা তুলে ধরেন।
Leave a Reply