ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ ফুলপুরে ৩ নং ভাইটকান্দি ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ২১ মার্চ শুক্রবার ছোট্ট শুনই ঘাটপাড় মারাদ্রাসা মাঠে
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মুস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাসার আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপি’র সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, উপজেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সদস্য নজরুল ইসলাম আর্মি, উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ্ আল ইল্লাল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, উপজেলা যুবদলের সহ-সভাপতি ফরিদ আহম্মেদ, কৃষকদলের সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, ডা: মোহাম্মদ সুমন, সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস, প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে দাঁড়াতে চাচ্ছে আমাদেরকে সজাগ থাকতে হবে যেন ফ্যাসিবাদীর ধূসররা কোন ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে না পারে। তিনি আরো বলেন নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা চলছে দেশের জনগণ তা কখনোই মেনে নেবে না কারণ তারা দীর্ঘদিন যাবত তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্যে অধির আগ্রহী হয়ে আছে, তাই সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের ভিতর একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।
Leave a Reply