মোঃ ফরিদুল ইসলাম ফরাজ: পবিত্র কুরআনের হাফেজদের নিয়ে স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতা SD কুরআনের আলো সিজন-৯ এর ফাইনাল পর্ব,পুরস্কার বিতরনী ও ইফতার মাহফিল সম্পন্ন।শহরের অভিজাত চাইনিজ রেস্তরা রেস্ট ইন্ হোটেল ও পার্টি সেন্টারে উক্ত আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান সাবেক সভাপতি মো:বুরহান উদ্দিন রুপক ও সাধারণ সম্পাদক ছালেহ আহমদ তারেক এর পরিচালনায়,শাহ মিছবাহ এর উপস্থাপনায়,সংগঠনের সভাপতি মো: সফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতী ওলিউর রহমান,শায়খুল হাদিস বরুনা মাদ্রাসা,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা শেখ আব্দুল হক,প্রিন্সিপাল , মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, বিশেষ অতিথি শামীম আহমদ,উপদেষ্টা স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা বিশেষ অতিথি মাওলানা আব্দুল হাকিম,ডেপুটি ডিরেক্টর ,লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বিশেষ অতিথি সৈয়দ মুনিম আহমদ রিমন,ব্যাবস্থাপনা পরিচালক ,বেঙ্গল ফুড বিশেষ অতিথি মো:আয়াছ আহমদ,সাবেক কাউন্সিলর ,মৌলভীবাজার পৌরসভা, বিশেষ অতিথি হাফেজ মাওলানা আব্দুল মগনি বিশেষ অতিথি সালেহ আহমদ উপদেষ্টা ,স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা বিশেষ অতিথি খালেদ চৌধুরী, সভাপতি, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার, বিশেষ অতিথি মুহিবুর রহমান মুহিব, সভাপতি, বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি মাওলানা মোঃ শাহ নূর আহমদ, সহ সভাপতি জুনেদ আহমদ জেলা শাখার সভাপতি হাফেজ ক্বারি মিনহাজ আহমদ কমলগঞ্জ শাখার সভাপতি জাহেদ আহমদ
কেন্দ্রীয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তুহেল আহমদ,রাজু আহমদ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাহ ওমর আলি সাংগঠনিক সম্পাদক আনোয়ার মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারি হেলাল আহমদ অর্থ সম্পাদক মেহেদি হাসান সৌরভ
দপ্তর সম্পাদক কামরান আহমদ। আজিবন সদস্য অয়ন তালুকদার। কার্যকরি সদস্য আহমেদ নজরুল ,রুমন আহমদ,সৈয়দ ইমরান ,মো আলি,আহমেদ মামুন,জামাল উদ্দিন,আব্দুস ছুপান সামি সহ প্রমুখ।
উক্ত আয়োজনে অংশ গ্রহনকারী হাফেজদের মধ্যে ক গ্রুপের (১৫ পারা)
১ম স্থান – মাহবুবুর রহমান রাদি- মারকাযু তালিমিল কুরআন মাদ্রাসা -নগদ ১৫,০০০/- টাকা ও স্বর্ণপদক, স্পনসর করেন,এমদাদুল হক রিপন, নির্বাহী সদস্য স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা ও যুক্তরাজ্য প্রবাসী।
২য় স্থান -আবু তাহের ইয়াহইয়া- মারকাযু তালিমিল কুরআন মাদ্রাসা :নগদ ১০,০০০/ টাকা, স্পন্সর করেন, মোঃ শিপন আহমদ, স্বত্বাধিকারী শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হনিমপুর বারোবাওয়া,
৩য় পুরস্কার-সাদমান চৌঃ সাকিব-তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা – নগদ-৮,০০০ টাকা, স্পন্সর করেন, রায়হান আহমদ, নির্বাহী সদস্য স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা,
৪থ স্থান-শেখ আশিক এলাহী – জামিয়া মুহাম্মাদিয়া আহমদাবাদ-৬,০০০ টাকা, স্পন্সর করেন, আজম খান যুক্তরাজ্য প্রবাসী,
৫ম স্থান-রাজি আহমদ – তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা- নগদ ৫,০০০ টাকা স্পন্সর করেন, শেখ রায়হান স্বত্বাধিকারী, শাহজালাল ট্রাস্ট বাংলাদেশ এবং
খ গ্রুপের (৩০পারা)
১ম স্থান – নগদ ২০,০০০ টাকা ও স্বর্ণপদক, স্পন্সর করেন, এস কে সালাম, প্রতিষ্ঠাতা উল্লাহ বিবি সাদকাতুল জারিয়া ট্রাস্ট,
২য় স্থান – নগদ ১৫,০০০ টাকা স্পন্সর করেন আব্দুল মুছাব্বির মজনু নির্বাহী সদস্য উপদেষ্টা, স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা,
৩য় স্থান – নগদ ১০,০০০ টাকা মোঃ শামীম আহমদ, স্বত্বাধিকারী হাজী আব্দুল খালিক এন্ড সন্স,
৪থ স্থান – নগদ ৭,০০০ টাকা, স্পনসর করেন, আজম খান, যুক্তরাজ্য প্রবাসী
৫ ম স্থান – নগদ ৫,০০০ টাকা, স্পন্সর করেন কামরান আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা।
অংশ গ্রহনকারী বাকি ৫ জন সহ মোট ১৫ জন হাফেজ দের নগদ ২,০০০/- টাকা সহ সকলকে ঈদের পোষাক প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত সকল অতিথির বক্তব্য ও দোয়ার পরবর্তীতে প্রায় ২ শতাধিক মানুষকে ইফতার বিতরণ করা হয়।
Leave a Reply