বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি বগুড়া: বগুড়ার শেরপুর গত শুক্রবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে পৌর শহরের জগন্নাথ পাড়া এলাকা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওনকে (৩২) ফেন্সিডিল সহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শেরপুর থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল শাওনের বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার বাসার আলমারিতে ফেন্সিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, শনিবার সকালে গ্রেপ্তারকৃত শাওনকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply