ফয়জুর রহমান , ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ১৪ ই মার্চ (শুক্রবার) আমুয়াকান্দা সবুজ বাংলা রাইস মিল মাঠে পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল ৭, ৮, ৯ নং ওয়ার্ড এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ৯ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাসার আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ্ আল ইল্লাল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল হাদি আকন্দ সানোয়ার সহ উপজেলা, পৌর, ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ ৭, ৮, ৯ নং ওয়ার্ডের জনতার একাংশ।
প্রধান অতিথি তার বক্তব্যে সকলের নিকট দোয়া চান যাতে দ্রুত সময়ে বিএনপির চেয়্যারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন দেশের বর্তমান যে অবস্থা চলমান এমত অবস্থায় দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া কোন বিকল্প নেই। তাই তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজন করে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে দেশের দায়িত্ব বুঝিয়ে দিন।
Leave a Reply