নিউজ ডেস্ক
বলিউডের তুমুল দর্শকপ্রিয় সিনেমা ‘সিংহাম’-এর তৃতীয় কিস্তিতে লেডি সিংহামের চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন। আর সেই খবরের প্রায় ১১ মাস পরে প্রকাশ্যে এলো দীপিকার ‘লেডি সিংহাম’ লুক।
দীপিকাকে দেখা গেলো দাপুটে মহিলা পুলিশ অফিসার ‘লেডি সিংহাম’ অবতারে। আর নায়িকার সেই রণংদেহি চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ‘সিংহাম এগেইন’ পরিচালক রোহিত শেট্টি।
রোববার নিজের সোশ্যাল মিডিয়ায় এই লুকের দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। পরিচালক রোহিত শেট্টিও তার ইনস্টাগ্রামে দীপিকার এই দুই ছবি পোস্ট করেছেন। নায়িকার সেই রণংদেহি চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন নিজেই।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই শোনা গিয়েছিল এবারের ‘সিংহাম’ সিক্যুয়েলে অজয় দেবগন, রণবীর সিংয়ের পাশাপাশি দীপিকা পাড়ুকোনও থাকছেন। নতুন পোস্টারে দীপিকাকে দেখা গেল পুলিশের পোশাকের গায়ে বন্দুক হাতে শত্রুদমন করতে। চোখেমুখে হিংস্রতার ছাপ!
সোশাল মিডিয়ায় দীপিকার ‘লেডি সিংহাম’ লুক প্রকাশ্যে এনে রোহিত লিখলেন, “নারী যেমন সীতার রূপ, প্রয়োজনে দুর্গারও রূপ নিতে পারে। এই হিংস্র, অসহিষ্ণু অফিসারের সঙ্গে পরিচয় করুন। যিনি আমাদের পুলিশ ব্রহ্মাণ্ডের শক্তি। আমার ‘লেডি সিংহম’ দীপিকা পাড়ুকোন।
উল্লেখ্য দেবীপক্ষ, নবরাত্রির কথা মাথায় রেখেই ‘সিংহাম এগেইন’-এ দীপিকার লুক প্রকাশ্যে আনলেন রোহিত শেট্টি। এক ছবিতে অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনকে পাওয়া যে দর্শকরদের জন্য দারুণ একটা চমক, তা বলাই বাহুল্য। আর এক ছাদের নিচে এতগুলো তারকামুখকে আনার নেপথ্যে পরিচালক রোহিত শেট্টি। ‘সিংহাম এগেইন’ ছবির জন্যই এই মহাজোট। উচ্ছ্বসিত অনুরাগীরাও।
প্রসঙ্গত, বলিউডে ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত পরিচালক রোহিত শেট্টির হাত ধরেই। ‘সিংহাম’ হয়ে বক্স অফিসে শোরগোল ফেলেছিলেন অজয় দেবগন। তারপর আসে ‘সিংহাম রিটার্নস’। আবারও সুপারহিট অজয়-রোহিত জুটি। এর মধ্যেই আবার ‘সিম্বা’ হয়ে সাফল্য পান রণবীর সিং। ‘সূর্যবংশী’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধেন অক্ষয় কুমার। এবার ‘সিংহাম এগেইন’-এর পালা। আর সেই ছবিতে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে বলেও খবর।
আগামী বছর ২০২৪ সালে ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসার কথা ‘সিংহাম এগেইন’।
Leave a Reply